এই ব্লগটি সন্ধান করুন

বুধবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৩


এক চিলতে ভ্যালেনটাইন
এম আরিফুল ইসলাম

 
এক চিলতে ভ্যালেনটাইন
এক চিলতে হাসি
এক চিলতে মন থেকে

এক চিলতে ভালোবাসি

এক চিলতে জীবন আমার
এক চিলতে কথা
এক চিলতে ভালোবাসাতে

এক চিলতে নিরবতা

 

এক চিলতে শিত আর
এক চিলতে রোদ

রয়ে গেলাম আজও

যতটা ছিলাম নিার্বোধ

 
এক চিলতে বসন্ত মাখা
কয়েকটি লাল গোলাপ

কয়েক চিলতে কথা দিয়েই

হয়েছিলো ভ্যালেনটাইনের আলাপ

এক চিলতে ভ্যালেনটাইন  
এক চিলতে ইচ্ছা
এক চিলতে ভালোবাসা সহ
রইল ভ্যালেনটাইনের শুভেচ্ছা।

শনিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৩

গর্জে ওঠো ৭১
গর্জে ওঠো জাতী
সব রাজাকারের ফাসি চাই
এটাই শাহবাগ প্রজন্মের দাবি।

গর্জে ওঠো তরুন সমাজ
... গর্জে ওঠো সবাই
রাজাকারদের ফাসি হবেই
পাবেনা কোন রেহাই।
See More

৭১ দেখিনাই, ৭ ই মার্চ দেখিনাই , দেখেছি তিউনিশীয়া থেকে শুরু করে আরবের জাগরন সেই পথ ধরে আজ ফুসে উঠেছে শাহবাগ, তরুনদের আহবানে আজ জাতির সকল শ্রেনীর মানুষ জমায়েত হয়েছে এক কাতারে , সকলের রক্তে আজ শুধু একটাই স্লোগান , যুদ্ধঅপরাধীর ফাসি। টগবগ করে ফ...ুটছে জাতীর তরুন সমাজ , ৭১ জন্ম হয়নি আমাদের তাই ৭১ কে বুকে ধারন করেছি, আজ আরেক টা ৭১ এর মত করে দেশকে শত্রু মুক্ত করার শপথ নিয়ে শাহবাগের চত্তরে গনজাগরনে সামিল হয়েছে সবাই। দেহের ভেতরটা থরথর করে কাপছে যখন দেখি তরুন সমাজ এক হয়ে দেশের জন্য পথে নেমেছে দেশের শত্রু রাজাকারের ফাসির দাবিতে গর্জে উঠেছে, মনে হচ্ছে কাদের মোল্লা, সাইদী, কাদের চৌধুরী, গোলাম আজম দের যদি পেতাম নিজেই বলি দিতাম। ৭১ এ আমরা সামিল হতে পারিনাই কিন্ত আজ সময় এসেছে আরেক বার . সকলে তিব্র কন্ঠে আওয়াজ তুলে যুদ্ধঅপরাধীদের ফাসির রায় তরান্বিত করার সপক্ষে মাতৃ ভুমিকে কলঙ্ক মুক্ত করতে শাহবাগ এর মহাসমাবেশ কে গতিশিল করি এটাই হোক আমরা তরুন দের অঙ্গিকার।See More