এই ব্লগটি সন্ধান করুন
রবিবার, ২১ এপ্রিল, ২০১৩
তোমার জন্য নিরাবতা তোমার
এম আরিফুল ইসলাম আকাশ
ভোর হয়েছিল অনেক আগেই
তবু সকালটা দেখা হয়নি
শ্শিউলি ফুলেরা নাকি ঝরেছিল
আমার বাগানে
হাত বাড়িয়ে তুলিনি
সুয্যি মামাও উকি দিয়েছিল
মুখ লুকিয়ে ছিলাম
এমন কেন হয়েছে আমার
অন্ধকারে এলাম ।
কোকিলের গানও এখন
কান পেতে শুনিনি
দুর্বা ঘাসের উপর তাই আর
এক বিন্দু শিশির পড়েনি
তুমি নাকি এসেছিলে
অস্পষ্ট শুনতে পেলাম
সবকিছু হারিয়ে
একেমন হলাম।
নি:স্তব্ধ আর নিরাবতা
এখন আমার সঙ্গি
চার দেয়ালের মাঝে কেন
হলাম একা বন্দি
তোমার জন্য কবিতা আমার
লিখলাম কত কথা
তুমি আর নেই বলে
সঙ্গি আমার নিরাবতা।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন