নীল কলমের কালিগুলো
তোমার নীল শাড়ির আঁচল হয়ে যায় ,
চোখের কোণে ঢেউ তুলে
মন নদীতে নৌকা বায় ...
নীলাঞ্জনা নয়, নীলাম্বরী নয়
অধরা বলে ডাকবো
তোমাকে দেখা না পেয়েও আমি
কল্পনাতে তোমাকেই পাব...
তোমার নীল শাড়ির আঁচল হয়ে যায় ,
চোখের কোণে ঢেউ তুলে
মন নদীতে নৌকা বায় ...
নীলাঞ্জনা নয়, নীলাম্বরী নয়
অধরা বলে ডাকবো
তোমাকে দেখা না পেয়েও আমি
কল্পনাতে তোমাকেই পাব...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন