এতো কেন কষ্ট পাই
তোমায় ভাবতে গিয়ে
এতো কেন মনে পরে
তোমায় বারেবারে।
তুমি তো আছো সুখে
দুর থেকে দেখে ভাললাগে
আমার কষ্ট গুলো কেন
আমারি হয়ে বুকে বাজে।
...
ফিরেও দেখবেনা আমি জানি
মনেও করবেনা ওগো রানী
ভালোবাসার দিনগুলো যাবে ভুলে
আমি কি করে মুছবো স্মৃতিটারে।
আরো দেখুন
তোমায় ভাবতে গিয়ে
এতো কেন মনে পরে
তোমায় বারেবারে।
তুমি তো আছো সুখে
দুর থেকে দেখে ভাললাগে
আমার কষ্ট গুলো কেন
আমারি হয়ে বুকে বাজে।
...
ফিরেও দেখবেনা আমি জানি
মনেও করবেনা ওগো রানী
ভালোবাসার দিনগুলো যাবে ভুলে
আমি কি করে মুছবো স্মৃতিটারে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন