অব্যক্ত স্বপ্নাবেশ মুগ্ধ আঁখি ,
এ যেন মুক্ত বিহঙ্গের নাম না জানা পাখি
কে জানে কখন কেটেছে তোমায় নিয়ে স্বপ্ন মুগ্ধ রাত
হৃদয়ের কঠিন ঝড়ের বাতাসে দ্বারে করে কড়া ঘাঁত ,
ভালোবাসার স্বপ্ন হৃদয়ে দেখি তারে ,
মনে জাগে সংশয় যদি তারে হারাতে হয়
চোখে অতীত স্বপ্নে
তোমায় নিয়ে স্বপ্ন দেখি ,
নির্ঘুম আমার প্রতিটি রাতের
কল্পনায় শুধু তুমি ।
এ যেন মুক্ত বিহঙ্গের নাম না জানা পাখি
কে জানে কখন কেটেছে তোমায় নিয়ে স্বপ্ন মুগ্ধ রাত
হৃদয়ের কঠিন ঝড়ের বাতাসে দ্বারে করে কড়া ঘাঁত ,
ভালোবাসার স্বপ্ন হৃদয়ে দেখি তারে ,
মনে জাগে সংশয় যদি তারে হারাতে হয়
চোখে অতীত স্বপ্নে
তোমায় নিয়ে স্বপ্ন দেখি ,
নির্ঘুম আমার প্রতিটি রাতের
কল্পনায় শুধু তুমি ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন