একটা জলন্তু দিয়াশলাইর মত তোমার দেয়া কষ্ট গুলো প্রতিদিন আমাকে পুড়াচ্ছে,
তবে দিয়াশলাই এক সময় পুড়তে পুড়তে শেষ হয়ে যায়,
কিন্তু তোমার দেয়া কষ্ট গুলো যেন শেষ
হচ্ছে না
আর কতটা দিন আমি এই
...
তবে দিয়াশলাই এক সময় পুড়তে পুড়তে শেষ হয়ে যায়,
কিন্তু তোমার দেয়া কষ্ট গুলো যেন শেষ
হচ্ছে না
আর কতটা দিন আমি এই
...
যন্ত্রণা বয়ে বাড়াবো বলতে পারো ?
...
বলতে পারো আর কতটা দিন আমাকে এই ভাবে কষ্ট দিবে তোমার সৃতিগুলো ?
তবে এমন তো কথা ছিল না
এমন একটা একাকীত্বতা সময় তুমি আমাকে উপহার দিয়ে চলে যাবে
আমি তো কল্পনাও করি নি ।
কোন একদিন হয়তো নিভে যাওয়া
দিয়াশলাইর মত আমিও নিভে যাব, চলে যাব না ফেরার দেশে
কিন্তু তোমার দেয়া কষ্ট
গুলো বুকের একপাশে সেই আগের মতই রয়ে যাবে,
যা তুমি ভালোবাসার অভিনয় করে দিয়ে গেছ ।
আরো দেখুন...
বলতে পারো আর কতটা দিন আমাকে এই ভাবে কষ্ট দিবে তোমার সৃতিগুলো ?
তবে এমন তো কথা ছিল না
এমন একটা একাকীত্বতা সময় তুমি আমাকে উপহার দিয়ে চলে যাবে
আমি তো কল্পনাও করি নি ।
কোন একদিন হয়তো নিভে যাওয়া
দিয়াশলাইর মত আমিও নিভে যাব, চলে যাব না ফেরার দেশে
কিন্তু তোমার দেয়া কষ্ট
গুলো বুকের একপাশে সেই আগের মতই রয়ে যাবে,
যা তুমি ভালোবাসার অভিনয় করে দিয়ে গেছ ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন