এই ব্লগটি সন্ধান করুন

মঙ্গলবার, ২৬ জুন, ২০১২

আলোর আকাশ নুয়ে এসে ছোঁয় কপাল...


বিকেল-
টকটকে লাল কিছু গোলাপ ফুল আমার দিকে বাড়িয়ে ছোট্ট ছেলেটি বেশ জোড়ালো ভাবে বলল-আপা, নেন। এমন করে বলেছে যেন আমি তাকে অনেক বার এই ফুলগুলো আনতে বলেছিলাম। সে আনতে দেরি করেছিলো বলে তাকে বকেছিলাম, তাই সে এখন নিয়ে এসেছে...আমি একটু অবাক হয়ে তাকালাম। একটা হাফ প্যান্ট আর হাফ হাতা ময়লা শার্ট পরা। এক ঝলকে দেখতে পারলাম ছেলেটা কোন হাইফাই কিংবা কোন ঠিকঠাক ফ্যামিলিতে জন্ম নিলে অবশ্যই রাজপুত্র টাইপের দেখতে লাগতো। আমার ভেবেই একটু মন খারাপ হল। আমি ফুলগুলো নিয়ে নিলাম।ভাবলাম এবার ছেলেটা হয়তো একটু খুশি হবে। আমি বেশ আশা নিয়ে তাকালাম। ছেলেটি চুপচাপ টাকা নিয়ে বড় বড় গাড়ির ভিড়ে হারিয়ে গেল। আর আমার আরেকটু মন খারাপ হল কিংবা হয়ত আশাহত হলাম।
সন্ধ্যা-
আমি আমার এক বান্ধুবীর বাসায় গিয়েছিলাম। ওর ঘরের ফুলদানিতে ফুলগুলো অসাধারণ ভাবে মানিয়ে গেল, যেন লাল গোলাপগুলো ওর জন্যই ফুটেছিলো।
-------------------------
আমার মাঝে অনেক সময় অন্য সত্ত্বা বাস করে। যেই আমাকে আমি চিনতে পারিনা। কিছুদিন আগে একটা বাংলা অনলাইন রেডিও ষ্টূডিও তে আমার ছোট্ট একটা শো ছিল। শেষ হওয়ার পর, অনেক বছর কলকাতায় থেকে আসা সেটার এম, ডি একটু কলকাতার টানে মিষ্টি করে যখন বল্লেন-
-“তোমার মা কি তোমার শো শুনেছেন ?"
-নো ম্যাম।
-তুমিকি জানতে না তোমাকে উনি তখন পৃথিবীর যে কোন প্রান্ত থেকে শুনতে পারতেন!!! (উনি অনেক অবাক হয়েছিলেন)
-ইয়াহ ম্যাম। জানি।কিন্তু আমার তাকে জানাতে ইচ্ছে করেনি। আমি যে বলেছি আমি আমার মা কে অনেক বেশি ভালবাসি উনি শুনে ফেললে আমার অনুভূতিটা তখন ধপ করে পরে যেত। আমি সেটা চাইনি।
ওনি ঠায় তাকিয়ে ছিলেন আমার দিকে।
আমি বলেছিলাম-আমরা সবাই আজকাল বাক্সবন্দী হয়ে গেছি। খোলা আকাশ দেখিনা। অফিস করি রুমের মধ্যে সেটাও বাক্স, আমাদের বাড়িগুলোও আসলে এক ধরনের বাক্স। গাড়িগুলোও তো বাক্স। রাতে ঘুমানোর সময় মশারী টানিয়ে ঘুমাই সেটাও বাক্স!!!! আসলে আমরা বাক্সবন্দী না হলে সিকিউর ফিল করিনা। এমনকি নিজেদের খুব কাছের মানুষগুলোকেও আমরা বাক্সবন্দী করে ফেলতে চাই। কি অদ্ভুত!!! আমার খুব প্রিয় একজন টিচার বলেছিলেন-সংকীর্ণ মনের মানুষ যারা তারাই তো ভালবাসে একবার, যার মন বড় যত দেখে ভাল, অবিরত তারাই তো ভালবাসে বারবার.....আমি তখন অনেক ছোট, ফ্যালফ্যাল করে তাকিয়ে ছিলাম অনেকখন তার দিকে। কিছুই বলিনি। আমি এখন কেন জানি মনে হয় ভালবাসায় সংকীর্ণতা, উদারতা ভেবে ভেবে করার কিছুই নেই। ভালবাসা ভালবাসার মতই সুন্দর।
রাত-
টুনটুন করে আমার মুঠোফোনটা বেজে উঠেছে.....“ওই...তুই কাছে নেই তাই বিচ্ছিরি লাগে রাত, বিচ্ছিরি লাগে দিন, বিচ্ছিরি লাগে সাত, বিচ্ছিরি লাগে তিন......আমি ছোট্ট এই মেসেজটা পড়ে অনেক বেশি খুশি হয়ে যাই। আর সাথে সাথেই অর্নবের গানটা ছেড়ে বসি...
আমি মাঝে মাঝেই ল্যাম্প পোস্টের আলোয় লালচে ঢাকা শহর দেখি, বেঁচে থাকা কে অনেক বেশি আনন্দময় মনে হয় আমার কাছে। মনে হয় অনেকের চেয়ে অনেক বেশি ফাটাফাটি আছি এই আমি। আমার খুব প্রিয় কমলা রঙের মতই আমি রংচঙ্গে.....আমার এই ব্যস্ত জীবনে কখনো বা হুট করে একদিন অনেক দূর দেশ থেকে একটা ফোন আসে, আমি বুঝি অনেক দুরের ওই বিদেশে আমার বন্ধুটার মন আমাদের সবার জন্য, দেশের জন্য,এখানকার সব কিছুর জন্য অনেক কাঁদে...ওর একঘেঁয়ে কথাগুলোও কেন জানি আমার অনেক প্রিয় ধরে যায়। হঠাৎ ও বলে "দোস্ত, একটা গান শুনবি, ভালো গাইতে পারুম কিনা জানিনা...
আমি বলি-----------হূম-----হূম-----গা না ----ইনশাল্লাহ ইনশাল্লাহ অনেক ভাল হবে... ওপাশ থেকে গান ভেসে আসে---------
"আমার মন মজাইয়া রে----------
দিল মজাইয়া মুরশীদ-------------
নিজের দেশে যা-------------------" mariful89@yahoo.com

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন