তুমি আছো তো ??
ভোরের বৃষ্টি ভেজা শীতল হাওয়া যখনই ছুয়ে যায়
অধরের কোন জুড়ে বিষন্নতা ফিরে আসে বার বার
কে বলে তুমি নেই তুমি তো আছ ...
...
কোকিল ডাকা বিরহী দ্বীপ্রহর নিরব প্রকৃতিতে
কে বলে আমি একা ..
আমি তো দেখি তুমিও হাটছো আমার পাশে..
হাতে সেই হাতেরই স্পর্শ ...!
হুডহীন রিকশায় মুখোরিত বিকেলে ..
.তোমার গায়ের সুবাস আজো ভাসে আমার পাশে..
অথবা আজোও মুগ্ধতায় ভাসি সাঝের লালীমা দেখে ..
তুমি আর আমি
রাতের তারার বিগলিত রূপ অনুচ্চ গানের কথা মালা
তোমার প্রিয় নীল পদ্ম সব আছে জান তো..
.
কেন যে সবাই বলে তুমি আকাশের তারা হয়েছ ...
আমি জানি তুমি আছো..
তুমি আছো তো ?
ভোরের বৃষ্টি ভেজা শীতল হাওয়া যখনই ছুয়ে যায়
অধরের কোন জুড়ে বিষন্নতা ফিরে আসে বার বার
কে বলে তুমি নেই তুমি তো আছ ...
...
কোকিল ডাকা বিরহী দ্বীপ্রহর নিরব প্রকৃতিতে
কে বলে আমি একা ..
আমি তো দেখি তুমিও হাটছো আমার পাশে..
হাতে সেই হাতেরই স্পর্শ ...!
হুডহীন রিকশায় মুখোরিত বিকেলে ..
.তোমার গায়ের সুবাস আজো ভাসে আমার পাশে..
অথবা আজোও মুগ্ধতায় ভাসি সাঝের লালীমা দেখে ..
তুমি আর আমি
রাতের তারার বিগলিত রূপ অনুচ্চ গানের কথা মালা
তোমার প্রিয় নীল পদ্ম সব আছে জান তো..
.
কেন যে সবাই বলে তুমি আকাশের তারা হয়েছ ...
আমি জানি তুমি আছো..
তুমি আছো তো ?

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন