এই ব্লগটি সন্ধান করুন

শনিবার, ৪ আগস্ট, ২০১২

আর ভিঁজতে
চাইনা আমি_ _
ভিজেছে পথ; ভিজেছে মাটি
ভিতর বাহির সবই ভেঁজা
আর ভিজতে চাইনা আমি।

বেদনার কাব্য মেঘ হয়ে এসে
...
ভিজিয়েছে আমার গলবিলের উষ্ণতা
প্লাবনে ভাসিয়েছে-
জমাট বাঁধা বিশ্ব
ঘর হতে-দুয়ারে
দূর্ভিক্ষের মত স্লোগান তুলেছে-
সিক্তচর্ম পুকে
ভারি ভারি বরফের চাপে।
আর ভিজতে চাইনা আমি
দু:খের ভাঁটিয়ালী
বিচ্ছেদের সাগরে ডুবায়ে
তুফান তুলেছে...
ছামুছে ছদমায়
নিসর্গে ছাপিয়েছে
তিলে তিলে আত্নহুতির রুটিন।

আর ভিজতে চাইনা আমি
দিগন্তের নীলে- বরুনালীর জলে
নিলাম ব্যাথিত আত্নার
নিচ্ছ্রিদ্র কুহেলিকার চাঁদরে মোরে,
অসভ্য বারান্দায় অপবিত্র-
বিবস্র, হয়ে


আর ভিজতে চাইনা আমি
অসীম হৃদয়ের-
অসম সংযমে, উত্তাপে
দিক বেদিক হয়ে- সময়ে অসময়ে-
আর ভিজতে চাইনা আমি
দুপুরের বিদায় শেষে
কালি সন্ধের লক্ষি পেঁচা হয়ে
দু ফোঁটা- বৃষ্টির জলে
শালিকের বিয়ে হয়ে।


আর ভিজতে চাইনা আমি
শুন্য থেকে অসীমে
আসমান-জমিনে, ঘরে-বাহিরে
তোমার ক্লেষ্ঠ প্রেমে ক্লিষ্ঠ হয়ে
কারনে-অকারেনে
প্রেমে-অপ্রেমে।

লিংক: http://pchelplinebd.com/doshdigonto/archives/507S

লাইক দিয়ে পেজে এক্টিভ থাকুন ।
আরো দেখুন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন