প্রতি নিশি দিন প্রতিটি ক্ষন
তুমি আস ফিরে ,
আমার চিন্তা আর চেতনার নিড়ে
তুমি থাক ঘিরে ।
...
তুমি আস ফিরে ,
আমার চিন্তা আর চেতনার নিড়ে
তুমি থাক ঘিরে ।
...
এমনি করে কেন তোমায়
স্মরন করে ফিরি ?
বুকের মাঝে জ্বেগেছে মোর
এ কোন অগ্নিগিড়ি ।
কেউ দেখেনা মনটা আমার
কোন নেশাতে ছোটে,
বুঝেনা কেউ ব্যকুল এ হিয়ায়
কোন প্রসূন ফোঁটে ।
তুমি কি যান তোমাকে নিয়ে
হ্নদয়ে গরেছে নিড়,
ভালবাসার রাজ্যে আজ
অবনত মোর শির ।
স্মৃষ্টির মাঝে থেকে থাকে যদি
স্রষ্টার অবদান,
প্রেমের মাঝেও তেমনি রবে
আমাদের স্মৃতি অমলান ।collected
আরো দেখুনস্মরন করে ফিরি ?
বুকের মাঝে জ্বেগেছে মোর
এ কোন অগ্নিগিড়ি ।
কেউ দেখেনা মনটা আমার
কোন নেশাতে ছোটে,
বুঝেনা কেউ ব্যকুল এ হিয়ায়
কোন প্রসূন ফোঁটে ।
তুমি কি যান তোমাকে নিয়ে
হ্নদয়ে গরেছে নিড়,
ভালবাসার রাজ্যে আজ
অবনত মোর শির ।
স্মৃষ্টির মাঝে থেকে থাকে যদি
স্রষ্টার অবদান,
প্রেমের মাঝেও তেমনি রবে
আমাদের স্মৃতি অমলান ।collected

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন