আমি কি চাই আর কি চাইনা
কি পাই আর কি পাইনা-
কেউ আমাকে কতটা ভালবাসে
নাকি কেউ, ভালবাসে না,
সেসব দ্বিধাদ্বন্দের মাঝে
নিজেকে জড়াতে চাইনা।
আমি কি পারি আর কি পারিনা
এ প্রশ্নের জবাব দিয়ে
...
কি পাই আর কি পাইনা-
কেউ আমাকে কতটা ভালবাসে
নাকি কেউ, ভালবাসে না,
সেসব দ্বিধাদ্বন্দের মাঝে
নিজেকে জড়াতে চাইনা।
আমি কি পারি আর কি পারিনা
এ প্রশ্নের জবাব দিয়ে
...
নির্বোধিতার পরিচয় দিতে চাইনা।
আমার স্বার্থকতা আমার কর্মে,
জীবনের অগ্রগতি ব্যর্থতার মর্মে।
যদি কোন একটি কর্মের মাঝে
মানুষের হৃদয়ে স্থান পাই
তবেই আমার জীবন ধন্য,
আর যদি ব্যর্থতার বোঝা
সারাটি জীবন বইতে হয়
জীবনটা অতি নগণ্য।
আরো দেখুনআমার স্বার্থকতা আমার কর্মে,
জীবনের অগ্রগতি ব্যর্থতার মর্মে।
যদি কোন একটি কর্মের মাঝে
মানুষের হৃদয়ে স্থান পাই
তবেই আমার জীবন ধন্য,
আর যদি ব্যর্থতার বোঝা
সারাটি জীবন বইতে হয়
জীবনটা অতি নগণ্য।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন