কি লুকিয়ে আছে তোমার মায়াবী চোখে!
ভস্ম হতে ইচ্ছে জাগে বারে বার
কোন্ জ্বালামুখীর লাভা উত্তপ্ত বইছে তোমার হৃদয়ে
খুদে দেখতে ইচ্ছে জাগে মনে।
অটল পাহাড়ের মতন মনটাকে
...
ভস্ম হতে ইচ্ছে জাগে বারে বার
কোন্ জ্বালামুখীর লাভা উত্তপ্ত বইছে তোমার হৃদয়ে
খুদে দেখতে ইচ্ছে জাগে মনে।
অটল পাহাড়ের মতন মনটাকে
...
দিয়েছ নাড়িয়ে বারংবার
মরা নয়নায় এনেছো জোয়ার
তীব্র অশ্রু ধারায়।
মরা নয়নায় এনেছো জোয়ার
তীব্র অশ্রু ধারায়।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন