নগ্ন পায়ে, অনেক পথ পেরিয়ে
তোমার কাছে এসেছি
শক্ত হাতে, সব বাঁধন ছিঁড়ে
তোমাকেই ভালবেসেছি।
...
তোমার কাছে এসেছি
শক্ত হাতে, সব বাঁধন ছিঁড়ে
তোমাকেই ভালবেসেছি।
...

চলার পথে, অনেকেই গড়েছে বাঁধ
তোমার আমার মাঝে,
সুমধুর গানে, হাজার স্বপ্ন দেখিয়ে
ভুলাতে চেয়েছে সকাল সাঝে।
শহরের মেয়ে, তার চমক লাগানো রূপ
আর মায়াবী কথার জাদু,
সাজানো ঘর, চারিদিকে ছড়ানো ঝলমলে আলো
আর হরেক খাবারের মধু।
ভুলিনি আমি, তবু পারিনি ভুলতে
তোমার শ্যামল ছায়া,
বাধ্য করেছে, ফিরিয়ে আনেছে আমাকে
তোমার সাঁঝের মায়া।
আমি শুনব, চিরদিন এই কান পেতে
তোমার ঝর্নার হাসি,
আমার মনে, অনেক ভালবাসা আছে
বুঝেছ কি কতটা ভালবাসি ?
তোমার আমার মাঝে,
সুমধুর গানে, হাজার স্বপ্ন দেখিয়ে
ভুলাতে চেয়েছে সকাল সাঝে।
শহরের মেয়ে, তার চমক লাগানো রূপ
আর মায়াবী কথার জাদু,
সাজানো ঘর, চারিদিকে ছড়ানো ঝলমলে আলো
আর হরেক খাবারের মধু।
ভুলিনি আমি, তবু পারিনি ভুলতে
তোমার শ্যামল ছায়া,
বাধ্য করেছে, ফিরিয়ে আনেছে আমাকে
তোমার সাঁঝের মায়া।
আমি শুনব, চিরদিন এই কান পেতে
তোমার ঝর্নার হাসি,
আমার মনে, অনেক ভালবাসা আছে
বুঝেছ কি কতটা ভালবাসি ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন