এই ব্লগটি সন্ধান করুন

মঙ্গলবার, ২৬ জুন, ২০১২

ভাল থেক তুমি


তুমি দেখতে কেমন হয়েছ
বল তো ?
এক যুগ আগের মতন...........

লিকলিকে ছেলেটা, চোখে ভারি ফ্রেমের চশমাটা
আজো পরো তুমি ?
এক যুগ দেখিনা তোমায়...
তুমি কি আগের মতন আছো ?
চন্চল, দুরন্ত, বইয়ের পোকা ছেলেটা....
নাকি বদলে গেছ
এক যুগের ব্যবধানে..........??

আমরা এত কাছাকাছি থাকি
তবুও কেন জোজন জোজন দূর ?
আর কোনদিন বন্ধু হবোনা
তুমি...আর..আমি

ছোট্ট বেলার মতন মনোপলি বা ক্যারামে হেরে গিয়ে
চুল ছিড়বোনা তোমার
কিংবা তোমার আধ্‌খানা পড়া গল্পের বইটা
আর লুকাবোনা টেবিলের তলায়...........

ভালই হয়েছে........
তুমি..আর..আমি দূর হতে
বহু.............দূরে যাচ্ছি
নতুবা তোমার বকুনি আর মার কে খায় বল ?

এই তো বেশ ভাল আছি
একটুও মনে রাখিনি তোমাকে
তবুও কৃপনের মত বলি
ভালো থেক তুমি

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন