এই মেয়ে !
তুমি কি আকাশ দেখতে ভালবাসো
নিশ্চই তোমার আকাশ ঝকঝকে
আমার কিন্তু নীলিমা আকাশ
...
তুমি কি আকাশ দেখতে ভালবাসো
নিশ্চই তোমার আকাশ ঝকঝকে
আমার কিন্তু নীলিমা আকাশ
...
মাঝে মাঝে সাদা মেঘ ভেসে বেড়ায় ।
তুমি কি বৃষ্টি দেখতে ভালবাসো
নিশ্চয় তোমার মুসল ধারে বৃষ্টি ভাল লাগে
খোলা চুলে কোমড়ে ওড়না পেচিয়ে ভিজতে ভাল লাগে।
আমার ও ভিজতে ভাল লাগে
তবে রিম ঝিম বৃষ্টি বেশী ভাল লাগে
তোমার কি ঝকঝকে সোনালী রৌদ্র স্নান ভাল লাগে
এলো চুল শুকাতে ভাল লাগে
আমার কিন্তু গাছের ছায়ার নীচে বসতে ভাল লাগে
ঝির ঝির পাতার ফাঁকে বাতাস ভাল লাগে
দীপ্তময় রাখালের বাঁশীর সুর ভাল লাগে
তোমার কি বিকেল ভাল লাগে
টি টেবিলে বসে পায়ের উপর পা তুলে ধৌমায়িত চায়ে চুমুক দিতে ভাল লাগে
ঘরে বসে বন্ধুদের সাথে আড্ডা দিতে আর টিভিতে হিন্দি ছবি দেখতে ভাল লাগে
আমার ও বিকেল ভাল লাগে
সবুজ ঘাসের বিছানায় বসতে ভাল লাগে
এক ঝাঁক পাখি ডানা মেলে আকাশে উড়তে দেখতে ভাল লাগে
প্রেয়সীর হাতে হাত রেখে হাটতে ভাল লাগে
তোমার অনেক কিছুই হয়তো ভাল লাগে
যেমন বাড়ীতে পার্টি, বন্ধুদের সাথে হৈ চৈ, রেস্তোরার চাইনিজ
আমার কিন্তু একদম ভাল লাগে না
আমার পাহাড় দেখতে ভাল লাগে,
ঝর্ণা, নদী, পাখি ও গাছ দেখতে ভাল লাগে
এদের সাথে কথা বলতে ভাল লাগে
তোমার আমার অমিল যাই হোক
একটাই তো আমাদের ছোট্ট পৃথিবী
হাতে হাত ধরে বেঁচে থাকার সংগ্রাম তো আমাদের ভাল লাগে।
আরো দেখুনতুমি কি বৃষ্টি দেখতে ভালবাসো
নিশ্চয় তোমার মুসল ধারে বৃষ্টি ভাল লাগে
খোলা চুলে কোমড়ে ওড়না পেচিয়ে ভিজতে ভাল লাগে।
আমার ও ভিজতে ভাল লাগে
তবে রিম ঝিম বৃষ্টি বেশী ভাল লাগে
তোমার কি ঝকঝকে সোনালী রৌদ্র স্নান ভাল লাগে
এলো চুল শুকাতে ভাল লাগে
আমার কিন্তু গাছের ছায়ার নীচে বসতে ভাল লাগে
ঝির ঝির পাতার ফাঁকে বাতাস ভাল লাগে
দীপ্তময় রাখালের বাঁশীর সুর ভাল লাগে
তোমার কি বিকেল ভাল লাগে
টি টেবিলে বসে পায়ের উপর পা তুলে ধৌমায়িত চায়ে চুমুক দিতে ভাল লাগে
ঘরে বসে বন্ধুদের সাথে আড্ডা দিতে আর টিভিতে হিন্দি ছবি দেখতে ভাল লাগে
আমার ও বিকেল ভাল লাগে
সবুজ ঘাসের বিছানায় বসতে ভাল লাগে
এক ঝাঁক পাখি ডানা মেলে আকাশে উড়তে দেখতে ভাল লাগে
প্রেয়সীর হাতে হাত রেখে হাটতে ভাল লাগে
তোমার অনেক কিছুই হয়তো ভাল লাগে
যেমন বাড়ীতে পার্টি, বন্ধুদের সাথে হৈ চৈ, রেস্তোরার চাইনিজ
আমার কিন্তু একদম ভাল লাগে না
আমার পাহাড় দেখতে ভাল লাগে,
ঝর্ণা, নদী, পাখি ও গাছ দেখতে ভাল লাগে
এদের সাথে কথা বলতে ভাল লাগে
তোমার আমার অমিল যাই হোক
একটাই তো আমাদের ছোট্ট পৃথিবী
হাতে হাত ধরে বেঁচে থাকার সংগ্রাম তো আমাদের ভাল লাগে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন