মেঘ বালিকা
আজ মেঘের আড়ালে ডুবে গেছে চাঁদের কিরণ
আন্ধকারে মিশে আছে মর্তের আলো,
বজ্রের অভিঘাতে শিউরে উঠে মূর্ছিত হৃদয়
মৌনতার ম্নানতা ছেদ করে এসো তুমি ভাবনায় ।
মেঘ বালিকা মেঘের ওপারে তোমার বাড়ি
...
আজ মেঘের আড়ালে ডুবে গেছে চাঁদের কিরণ
আন্ধকারে মিশে আছে মর্তের আলো,
বজ্রের অভিঘাতে শিউরে উঠে মূর্ছিত হৃদয়
মৌনতার ম্নানতা ছেদ করে এসো তুমি ভাবনায় ।
মেঘ বালিকা মেঘের ওপারে তোমার বাড়ি
...
তুমি কি সেথা একা নিঃসঙ্গ নারী
মেঘের সংঘাতে তোমার হৃদয়ও কি পরিবৃত
অশনির শব্দে তুমিও কি কেঁপে উঠ আমার মত ।
নক্ষত্রের রুপালি আকাশ ঢাকা কালো মেঘের আবরণে
তাহার অন্তরালে তোমার সাথে জোছনা হাসে,
অহোরাত্র আমায় কি তোমার সঙ্গে নেবে
বৃষ্টি ঝরার নিমন্ত্রণে
আরো দেখুনমেঘের সংঘাতে তোমার হৃদয়ও কি পরিবৃত
অশনির শব্দে তুমিও কি কেঁপে উঠ আমার মত ।
নক্ষত্রের রুপালি আকাশ ঢাকা কালো মেঘের আবরণে
তাহার অন্তরালে তোমার সাথে জোছনা হাসে,
অহোরাত্র আমায় কি তোমার সঙ্গে নেবে
বৃষ্টি ঝরার নিমন্ত্রণে

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন