কখনো যদি মনে করো
একা হয়ে গেছো তুমি
কাছের মানুষটাও দিয়েছে দু:খ তোমায় ।
তবে চলে এসো সেই
পরিচিত আগের ঠিকানায় ।
...
একা হয়ে গেছো তুমি
কাছের মানুষটাও দিয়েছে দু:খ তোমায় ।
তবে চলে এসো সেই
পরিচিত আগের ঠিকানায় ।
...
আমি থাকব দাড়িয়ে
স্বাগত জানাতে তোমায় ।
ভুল করেও পুরোনো কথা
আমি তুলবো না আর
কি ছিল অপরাধ
কি ছিল ভুল তোমার
আবার নতুন করে
সাজাবো জীবন দুজনায় ।
ভাঙ্গা মন লাগাবো জোড়া আমি ভালবাসায়
আঘাতের দাগ মুছে যাবে সুখের ছোয়ায়
আবার সোনালী স্মৃতি হবে লেখা কবিতায় ।।
আরো দেখুনস্বাগত জানাতে তোমায় ।
ভুল করেও পুরোনো কথা
আমি তুলবো না আর
কি ছিল অপরাধ
কি ছিল ভুল তোমার
আবার নতুন করে
সাজাবো জীবন দুজনায় ।
ভাঙ্গা মন লাগাবো জোড়া আমি ভালবাসায়
আঘাতের দাগ মুছে যাবে সুখের ছোয়ায়
আবার সোনালী স্মৃতি হবে লেখা কবিতায় ।।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন