তোমার হৃদয়ের আকাশে collection
নীড় হারা পাখির মত ঠিকানা পেয়ে
বিচরণ করছি, আলো, বাতাস, তোমার প্রকৃতিতে।
...
স্বপ্নিল ফিরে পাওয়া প্রেম
একটি গোলাপ কুড়িকে দিয়েছে অপরূপ সৌন্দর্য।
নিবন্ধ দৃষ্টি, ফুটন্ত চুম্বন উড়ে যায়
সেই সৌন্দর্যকে ঘিরে।
শোষিতের শত রক্ত, বিপ্লব, সংগ্রাম
শৃঙ্খল ভাঙ্গার শত শ্লোগানে
ফিরে পাওয়া অর্জিত ফসল- এর স্বপ্ন!
হ্যা- সেই স্বপ্নই স্বার্থকতার রুপ
তোমার দুচোখে।
বিপ্লবী প্রেমিক হৃদয়
মিছিলের পদযাত্রায় সামিল।
রণক্ষেত্রে যুদ্ধের সাজে একের পর এক
এগিয়ে জাবার দৃঢ় সংকল্প।
আত্মঘাতী রিমোট কন্ট্রোল বোমা
হৃদয়ের প্রতি কম্পনে শক্ত করে বাধা।
প্রেম রণক্ষেত্রে পরাজয় অর্থ্যাৎ—-
শক্ত করে বাঁধা রিমোট কন্ট্রোল বোমায়
তোমার পৃথিবীর কোণে ছড়িয়ে যাওয়া
আমার প্রেম।
তোমার হৃদয়ের আকাশে নক্ষত্র হয়ে রইবে
তখনও, আমার দুচোখ, তোমাকেই দেখবে
স্থীর, অপলক।
বারে বারে তোমার দৃষ্টিতে তা পড়বেই,
ফেরাবে কি করে ?
আরো দেখুন
নীড় হারা পাখির মত ঠিকানা পেয়ে
বিচরণ করছি, আলো, বাতাস, তোমার প্রকৃতিতে।
...
স্বপ্নিল ফিরে পাওয়া প্রেম
একটি গোলাপ কুড়িকে দিয়েছে অপরূপ সৌন্দর্য।
নিবন্ধ দৃষ্টি, ফুটন্ত চুম্বন উড়ে যায়
সেই সৌন্দর্যকে ঘিরে।
শোষিতের শত রক্ত, বিপ্লব, সংগ্রাম
শৃঙ্খল ভাঙ্গার শত শ্লোগানে
ফিরে পাওয়া অর্জিত ফসল- এর স্বপ্ন!
হ্যা- সেই স্বপ্নই স্বার্থকতার রুপ
তোমার দুচোখে।
বিপ্লবী প্রেমিক হৃদয়
মিছিলের পদযাত্রায় সামিল।
রণক্ষেত্রে যুদ্ধের সাজে একের পর এক
এগিয়ে জাবার দৃঢ় সংকল্প।
আত্মঘাতী রিমোট কন্ট্রোল বোমা
হৃদয়ের প্রতি কম্পনে শক্ত করে বাধা।
প্রেম রণক্ষেত্রে পরাজয় অর্থ্যাৎ—-
শক্ত করে বাঁধা রিমোট কন্ট্রোল বোমায়
তোমার পৃথিবীর কোণে ছড়িয়ে যাওয়া
আমার প্রেম।
তোমার হৃদয়ের আকাশে নক্ষত্র হয়ে রইবে
তখনও, আমার দুচোখ, তোমাকেই দেখবে
স্থীর, অপলক।
বারে বারে তোমার দৃষ্টিতে তা পড়বেই,
ফেরাবে কি করে ?

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন