এই ব্লগটি সন্ধান করুন

মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১২

যদি কেউ আপনাকে খুব
ভালোবাসত!
ভালোবাসায়
রাঙিয়ে দিতো আপনার
প্রতিটি মূর্হূত।।
...

তাহলে বোধ হয়
ভালোবাসার
প্রতি আপনার
আকর্ষণ বেশ
খানিকতা কমেই যেত।

যেটা আপনি না চাইতেই
পেয়ে যাবেন
তার প্রতি খুব
একটা মোহ কাজ
করে না।।

মোহ
না থাকলে ভালোবাসাও
থাকে না।।
এভাবেই
আপনাকে যে নিজের
জীবনের
থেকেও
বেশী ভালোবাসে,
তার ভালোবাসা
তাই
অপূর্ণতা দোষে দুষ্টুই
থেকে যায়
আজীবন।।

ভালবাসতে নাই
বা পারলেন,
তবে যে আপনাকে এতো
ভালোবাসে তার
ভালোবাসাকে সামান্য
সম্মান
কি দিতে পারেন না!
বা খানিকতা সান্ত্বনা!

যাকে আকড়েঁ ধরে আরো কিছু
দিন
ভালোবেসে যেতে পারে আপনাকে।।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন