না বলা কথা গুলো..
ঠিক জানি না এখন আমি কেমন অনুভব করছি। শূন্যতা, মন খারাপ, বিষন্ন বা অন্য কিছু। তবে একটা জিনিস মনে হচ্ছে ঠিক যে অনুভূতিটা অনুভব করা উচিত সেটা করছি না।
... সম্ভবত এখন আমার অনেক বেশী মন খারাপ করা উচিত, অনেক কষ্ট পাওয়া উচিত কিন্তু তা আমি পাচ্ছি না। কেন পাচ্ছি না? যেটুকু পাচ্ছি তা প্রয়োজনের তুলনায় কম। কারনটা হতে পারে যা ঘটছে তার সাথে আমি অভ্যস্ত হয়ে গেছি। মানুষ খুব তাড়াতাড়ি তার পরিবেশের সাথে অভ্যস্ত হয়ে যায়, কিন্তু কিছু জিনিসের সাথে অভ্যস্ত না হওয়াই ভাল। তবুও হয়ে যাই নিজের অজান্তেই কিংবা কেউ অভ্যস্ত করিয়ে দেয়।
আজকে তোকে কিছু কথা বলতে চাই। তুই যা করিস হয়ত তুই মনে করিস তুই ঠিকই করছিস, তুই যে ঠিক করছিস তার অনেক যুক্তি হয়ত আমাকে তুই দেখাতে পারবি। কিন্তু একটা কথা কি জানিস ? প্রত্যেকটা সম্পর্ক, যেটা যেমনই হোক না কেন গড়ে ওঠে দুটো মানুষের মাঝে। তাই সবসময় নিজের যুক্তি ধরে না বসে থেকে অন্যেরটাও একটু ভেবে দেখিস। তোকে আমি কোন উপদেশ দিচ্ছি না, কিংবা তোর সাথে আমি কোন ঝগড়াও করছি না। শুধু তোকে ভেবে দেখার জন্য কিছু কথা বলছি।
তুই নিশ্চয়ই বলবি, যে তুই কেন শুধু আমার দিক দেখবি আমি কেন তোরটা দেখি না ? জানিস মাঝে মাঝে খুব খারাপ লাগে, কিন্তু আমি তোর সাথে কোন ঝগড়া করতে চাই না কিংবা মন খারাপ নিয়ে তোর সামনে বসে থাকতে চাই না, তাই আমি এমন করি। কিন্তু খারাপ লাগাটা চলে যাওয়ার পর আর তোকেও পাই না। শুরু হয় আমার অপেক্ষার প্রহর গোনা। অনির্দিষ্ট কালের জন্য অপেক্ষা.....
যাই হোক অনেক অপ্রিয় কথা তোকে বলে ফেললাম, খুব বেশী খারাপ লাগলে তার জন্য দুঃখিত। তবুও এই কথাগুলো তোকে আমি বলতে চাই।
শেষে একটা কথা বলি, অভ্যস্ত এখনও আমি হই নি। দয়া করে আমাকে অভ্যস্ত হতে বাধ্য করিস না।আরো দেখুন
ঠিক জানি না এখন আমি কেমন অনুভব করছি। শূন্যতা, মন খারাপ, বিষন্ন বা অন্য কিছু। তবে একটা জিনিস মনে হচ্ছে ঠিক যে অনুভূতিটা অনুভব করা উচিত সেটা করছি না।
... সম্ভবত এখন আমার অনেক বেশী মন খারাপ করা উচিত, অনেক কষ্ট পাওয়া উচিত কিন্তু তা আমি পাচ্ছি না। কেন পাচ্ছি না? যেটুকু পাচ্ছি তা প্রয়োজনের তুলনায় কম। কারনটা হতে পারে যা ঘটছে তার সাথে আমি অভ্যস্ত হয়ে গেছি। মানুষ খুব তাড়াতাড়ি তার পরিবেশের সাথে অভ্যস্ত হয়ে যায়, কিন্তু কিছু জিনিসের সাথে অভ্যস্ত না হওয়াই ভাল। তবুও হয়ে যাই নিজের অজান্তেই কিংবা কেউ অভ্যস্ত করিয়ে দেয়।
আজকে তোকে কিছু কথা বলতে চাই। তুই যা করিস হয়ত তুই মনে করিস তুই ঠিকই করছিস, তুই যে ঠিক করছিস তার অনেক যুক্তি হয়ত আমাকে তুই দেখাতে পারবি। কিন্তু একটা কথা কি জানিস ? প্রত্যেকটা সম্পর্ক, যেটা যেমনই হোক না কেন গড়ে ওঠে দুটো মানুষের মাঝে। তাই সবসময় নিজের যুক্তি ধরে না বসে থেকে অন্যেরটাও একটু ভেবে দেখিস। তোকে আমি কোন উপদেশ দিচ্ছি না, কিংবা তোর সাথে আমি কোন ঝগড়াও করছি না। শুধু তোকে ভেবে দেখার জন্য কিছু কথা বলছি।
তুই নিশ্চয়ই বলবি, যে তুই কেন শুধু আমার দিক দেখবি আমি কেন তোরটা দেখি না ? জানিস মাঝে মাঝে খুব খারাপ লাগে, কিন্তু আমি তোর সাথে কোন ঝগড়া করতে চাই না কিংবা মন খারাপ নিয়ে তোর সামনে বসে থাকতে চাই না, তাই আমি এমন করি। কিন্তু খারাপ লাগাটা চলে যাওয়ার পর আর তোকেও পাই না। শুরু হয় আমার অপেক্ষার প্রহর গোনা। অনির্দিষ্ট কালের জন্য অপেক্ষা.....
যাই হোক অনেক অপ্রিয় কথা তোকে বলে ফেললাম, খুব বেশী খারাপ লাগলে তার জন্য দুঃখিত। তবুও এই কথাগুলো তোকে আমি বলতে চাই।
শেষে একটা কথা বলি, অভ্যস্ত এখনও আমি হই নি। দয়া করে আমাকে অভ্যস্ত হতে বাধ্য করিস না।আরো দেখুন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন