এই ব্লগটি সন্ধান করুন

বুধবার, ১৩ জুন, ২০১২

শেষ চাওয়া

শেষ একবার চাইছি সুযোগ
বসবো একটু পাশে,
শেষ একবার জড়িয়ে নেবো
... অনেক ভালোবেসে।

শেষ একবার দেখবো তোমায়
মুগ্ধ চোখের পাতায়,
শেষ একবার আঁকবো তোমায়
আমার প্রেমের খাতায়।

শেষ একবার তোমায় ছুঁবো
ভিজবো তোমার ঘামে,
শেষ একবার বাসবো ভালো
কেবল তোমার নামে।

-  0035796553813      008801912627872

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন