লুকিয়ে ভালোবাসব তারে
জানতে দেব না
জানলে পরে প্রাণ নিবে সে
প্রাণ তো দিবে না।
... সে যদি না করে আদর
করব না তার অনাদর
চোখে চোখে চাইলে পরে
ফিরে চাইব না।
লুকিয়ে ভালোবাসব তারে
জানতে দেব না
জানলে পরে প্রাণ নিবে সে
প্রাণ তো দিবে না।
বসাই হৃদয় সিংহাসনে
হাসব কাঁদব আপন মনে
ভেসেছি আপনি ভাসি
তাই ভাসাবো নাআরো দেখুন
জানতে দেব না
জানলে পরে প্রাণ নিবে সে
প্রাণ তো দিবে না।
... সে যদি না করে আদর
করব না তার অনাদর
চোখে চোখে চাইলে পরে
ফিরে চাইব না।
লুকিয়ে ভালোবাসব তারে
জানতে দেব না
জানলে পরে প্রাণ নিবে সে
প্রাণ তো দিবে না।
বসাই হৃদয় সিংহাসনে
হাসব কাঁদব আপন মনে
ভেসেছি আপনি ভাসি
তাই ভাসাবো নাআরো দেখুন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন