এই ব্লগটি সন্ধান করুন

রবিবার, ১৭ জুন, ২০১২

তুমি আসছ..


উড়িয়ে নিয়ে গেল ছাতা
চোখ ঢেকে দিল ধুলোয়
... চশমাটা এদিক অধিক খুঁজতেই
অস্পষ্ট আলোয় দেখলাম
তুমি নেমে আসছ..

দড়াম করে খুলে গেল দরজা
বালিয়ারি সদ্য মোছা ঘরে
তড়িঘড়ি বারান্দায় রেলিঙে হাত
নতজানু গাছের ফাঁক দিয়ে
তুমি নেমে আসছ..

ছাদেতে মেলা কাপড়-জামা
ডিস-এন্টেনায় বসা বিকেল-ঘুঘু
তবু হাতের মুঠোয় ফোনের গানে
আর আকাশনীলের কালো রঙে
তুমি নেমে আসছ..

হঠাৎ জমা হওয়া ভিড়
হাওয়ায় ওড়া অবাধ্য আঁচল
একা পথের অনেক দূরে চলা
এলোমেলো চুলে আর চোখের কোণে
তুমি নেমে আসছ..
আরো দেখুন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন