কে কাকে চায়-
সে আমাকে, নাকি আমি তাকে?
হয়তো চাওয়ারই কোন অস্তিত্ব নেই!
বিষন্ন ফুল ফোটে
... ঝুল বারান্দায়,ভাঙা টবে ।
কুড়োনো জলে সে কি বাঁচে?
জলও তাহলে কুড়োনো যায়!
বড্ড বেশি হতাশা আমাদের ।
নাকি হতাশারই বড্ড বেশি আমরা?
দুর্বোধ্য কবিতারও কি বোধ থাকে?
প্রাঞ্জল থেকে রুপান্তরিত তারা?
প্রশ্নের উল্টো পিঠেই তারা বাঁচে!
অথবা আমরাই
নিজেদের কাছে দুর্বোধ্য!
- মৃন্ময় মীযানআরো দেখুন
সে আমাকে, নাকি আমি তাকে?
হয়তো চাওয়ারই কোন অস্তিত্ব নেই!
বিষন্ন ফুল ফোটে
... ঝুল বারান্দায়,ভাঙা টবে ।
কুড়োনো জলে সে কি বাঁচে?
জলও তাহলে কুড়োনো যায়!
বড্ড বেশি হতাশা আমাদের ।
নাকি হতাশারই বড্ড বেশি আমরা?
দুর্বোধ্য কবিতারও কি বোধ থাকে?
প্রাঞ্জল থেকে রুপান্তরিত তারা?
প্রশ্নের উল্টো পিঠেই তারা বাঁচে!
অথবা আমরাই
নিজেদের কাছে দুর্বোধ্য!
- মৃন্ময় মীযানআরো দেখুন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন