এই ব্লগটি সন্ধান করুন

শুক্রবার, ১৫ জুন, ২০১২

আমার মনটা এখন প্রচন্ড খারাপ, এতোটা খারাপ হয়ত গত অনেক দিনে হয় নি। ইচ্ছে করছে মরে যাই। আমার কাছে যদি এমন কোন উপায় থাকত যার দ্বারা মৃত্যু নিশ্চিত আমি সেই কাজটা অবশ্যই করতাম। আজকে সকালে কলেজে যাওয়ার সময় ভেবেছিলাম আজকে একটা মন ভাল করা পোস্ট করব।

আজকের সকালটা অসম্ভব সুন্দর ছিল। সুন্দর বসন্তের বাতাস, গাছের নতুন পাতা সব মিলিয়ে আজকের সকালটা একটা ভাল লাগার অনুভূতি দিয়েছিল। বাসা থেকে রাস্তায় নেমে মন...ে হচ্ছিল আজকের সকালটা হাটার জন্য উপযুক্ত। যাই হোক হাটা আর হল না, কলেজে যাওয়ার জন্য দেরি হচ্ছিল। যখন যাচ্ছিলাম তখন মনে হচ্ছিল এই শহরের কর্মব্যস্ততা সকালের সৌ্ন্দর্যটাকে কেমন যেন মলিন করে দিয়েছে। যেতে যেতে গান শুনছিলাম আমার আই-পড টাতে, মিষ্টি সুর কানে বাজছিল, ভালও লাগছিল। অনেক দূরে কোথাও চলে যেতে ইচ্ছে করছিল।

কলেজে গিয়ে শুধু এক মিনিটের দেরির জন্য ঢুকতে পারলাম না। অনেকক্ষন দাঁড়িয়ে থেকেও ঢুকতে না পেরে বাসায় চলে আসলাম। বাসায় এসে পোস্ট লেখার চেষ্টা করলাম কিন্তু কেন যেন হচ্ছিল না, লেখা বাদ দিয়ে চিন্তা করলাম রাতে লিখব। হ্যাঁ, রাতে আমি লিখছি ঠিকই কিন্তু সকালের সেই সুন্দর অনুভূতির কথা গুলো আমি লিখতে পারছি না।

অপেক্ষা ছিল সুন্দর কিছুর কিন্তু হল না, বরং উল্টোটা পেলাম। এক রাশি মন খারাপ। সত্যি আমাকে কেউ বোঝে না, কিন্তু তুইও আমাকে এভাবে ভুল বুঝবি আমি বুঝি নি। দোষ আমারই, সব দোষ আমার, তাও তুই আমার সাথে অন্তত কথা বল। তুই কিভাবে আছিস এতক্ষন আমার সাথে কথা না বলে? তোর কি একবারও আমার কথা মনে পড়ছে না? পড়ছে না, তাই না? পড়লে তো একবার আমার সাথে তুই কথা বলতি। আমি কতক্ষন ধরে তোর জন্য অপেক্ষা করছি জানিস? জানিস, কিন্তু তুই আসবি না, আমি জানি।

তোকে দুপুরে একটা বইয়ের কথা বলেছিলাম, জানিস আমি অনেকদিন আমি এইভাবে বই পড়িনা, আজকে সমরেশ মজুমদার এর বইটা বেশ ভাল লাগছিল পড়তে, তাই একবারে শেষ করে ফেললাম। ভেবেছিলাম তোকে বই নিয়ে ভাল লাগার কথাগুলো বলব, বলা হয় নি। তুই খুব সহজে আমাকে ভুলে থাকতে পারিস আজকে জানলাম। যাই হোক তুই ভাল থাক এটাই সব সময় চাই, আর চাইব।

তুই আজকে আমার পুরোনো খারাপ লাগা আমাকে ফিরিয়ে দিলি। তবু তোর প্রতি কোন অভিযোগ নেই, আসলে সবই আমার প্রাপ্য। আমাকে ভুলেই ভাল থাক তুই।
আরো দেখুন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন