এই ব্লগটি সন্ধান করুন

শুক্রবার, ১৫ জুন, ২০১২

নির্জন দুপুরের বুক পথে
চলতে চলতে
আমরা নিরুদ্দেশে এসেছি
এখানে রাতের আকাশে
পটের চাঁদ
... পুরনো আল পেরুলেই
বর্ষারাত।

জোনাক পথ ভেঙ্গে ভেঙ্গে
আমরা অনেক দূরে এসেছি
আর একটু এগোলেই
নুয়ে পড়া ডাল
কদম গাছ
থোকা থোকা ফুল।

বর্ষারাত
কদম ফুল
তোমার চুল
এই তিন মিলে
নতুন পদ্য লিখবো বলে
তোমায় পাক্কা
তিন ক্রোশ টেনে আনা।

আমার
শৈশব কৈশোর যৌবনের
তীর ঘেঁষে দাঁড়ানো
কদমের ডালে
পা ঝুলিয়ে বসে পড়তো
তোমার চুলের খোপায়
তিনটে কদম ফুল
গুঁজে দিই।

-সায়েম মুন
আরো দেখুন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন