এই ব্লগটি সন্ধান করুন

শুক্রবার, ১৫ জুন, ২০১২

প্রচন্ড ক্লান্ত, শুয়ে শুয়ে ঘুমানর অনেক ব্যর্থ চেষ্টা করলাম। কিছুক্ষন আগ পর্যন্তও মনটা মোটামুটি ভালই ছিল, হঠাৎ করেই শুয়ে থাকতে থাকতে কেন যেন খুব খারাপ হয়ে গেল। শুয়ে ঘুমানোর চেষ্টা করতেই কেমন যেন একটা মন খারাপ ভাব এসে চেপে ধরল। ধীরে ধীরে গ্রাস করে নিল আমার সত্তাটিকে, ছড়িয়ে পড়ল প্রত্যকটা রক্ত বিন্দুতে।

মাথার ভেতরে একধরনের বেদনার সুর অবিরাম ভাবে বেজে যাচ্ছে শুধু টের পাচ্ছি আমি। এমন কিছুই ঘটে ...নি যা আমার চেতনায় কষ্ট গুলোকে এইভাবে ঢুকিয়ে দিতে পারে। কোন এক অজানা কারনে নিজেকে সব কিছু থেকে বিচ্ছিন্ন মনে হচ্ছে। মাঝে মাঝে আমি ইচ্ছে করেই নিজেকে কিছুক্ষনের জন্য সবকিছু থেকে বিচ্ছিন্ন করে ফেলি, মন খারাপ করে দেই। আমার কিছু খুব পছন্দের গান আছে যে গুলো শুনলে আমার দুঃখ রোগ জেগে ওঠে, চেতনায় সুখের অনুভূতিগুলো বিলুপ্ত করে দেয়। এখন সেরকম কিছু না করেও নিজের ভেতর দুঃখ রোগের অস্তিত্ব টের পাচ্ছি। দুঃখ রোগ আমার ভাঙা স্বপ্ন গুলোকে মনে করিয়ে দেয়। আমি স্বপ্ন দেখতে ভালবাসি। যদিও আমার স্বপ্নগুলো বেশীর ভাগ সময় আমাকে কষ্ট দেয়, তবুও আমি স্বপ্ন দেখি, সুন্দর স্বপ্ন। মাঝে মাঝে স্বপ্ন দেখতে দেখতে স্বপ্ন ভাঙারও অপেক্ষায় থাকি। তারপরেও এই ভাঙা স্বপ্নগুলোর মাঝেই আমি নতুন স্বপ্নের জাল বুনি। এই স্বপ্ন গুলোই তো আমাকে বাঁচিয়ে রাখে.....

I walk a lonely road
The only one that I have ever known
Don't know where it goes
But it's home to me and I walk alone

I walk this empty street
On the Boulevard of Broken Dreams
Where the city sleeps
and I'm the only one and I walk alone

My shadow's the only one that walks beside me
My shallow heart's the only thing that's beating
Sometimes I wish someone out there will find me
'Till then I walk alone......
আরো দেখুন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন