এই ব্লগটি সন্ধান করুন

মঙ্গলবার, ১২ জুন, ২০১২

তোমাকে ভালবাসি, যতটুকু ভালবাসি সকালের সোনারোধ তার চেয়ে বেশি।
তোমাকে ভালবাসি, যতটুকু ভালবাসা যায় তার চেয়েও অধিক বেশি।
তোমাকে ভালবাসি, তোমার প্রতিটি অভিমানে যেখানে রাগ থাকে খুব বেশি।
তোমাকে ভালবাসি, তোমার প্রতিটি স্পন্দনে যা আমার হৃদকম্পনের চেয়েও বেশি।

... তোমাকে ভালবাসি, মেঠো পথে হেটে চলায় যেখানে তোমাকেই খুজে-ফিরি মেঘেদের উড়ে চলায়।
তোমাকে ভালবাসি, একলা হয়ে রাস্তায় হাটায় যখন তোমাকে পাশে না পাওয়াটা নিজের দূঃর্ভাগ্যই মনে হয়।
তোমাকে ভালবাসি, ঢাকার রাস্তার রিক্সায় যখন একলাই আমি ঘুরি আর আমার পাশ হাতরাই।
তোমাকে ভালবাসি, যখন ভাবনায় তুমি ভালবাসো আমায় আমার চেয়েও অধিক বেশি।

তোমাকে ভালবাসি, ছবির হাটের চায়ের কাপে ঘুড় মাখা মিষ্টিতে ভরে।
তোমাকে ভালবাসি, সোহরাওয়ার্দী উদ্যানের সন্ধ্যার আলো জ্বলা মৃদু প্রহরে।
তোমাকে ভালবাসি, সন্ধ্যার আকাশ ঝরা মৃদু বৃষ্টির ফোটায়।
তোমাকে ভালবাসি, মেঘের বিষাদ ছেদ করে ভেসে আসা জোছনায়।

তোমাকে ভালবাসি, আমার হৃদয়ে জমা রাখা সব প্রেমময় অনুভুতিতে।
তোমাকে ভালবাসি, আমার প্রকাশহীন সকল ভালবাসায়।
তোমাকে ভালবাসি, তোমায় নিয়ে বুনে যাওয়া স্বপ্নগুলো সত্যি করার আশায়।
তোমাকে ভালবাসি, ঠোট কাঁপা কথা আর হৃদয় কাঁপা ভাষায়।

আমি তোমাকে ভালবাসি, তোমায় নিয়ে দেখা আমার স্বপ্নগুলো সত্যি করার আশায়।
আরো দেখুন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন