এই ব্লগটি সন্ধান করুন

শুক্রবার, ১৫ জুন, ২০১২

স্বপ্নিল অতীতের সহস্র
ছেঁড়া ছেঁড়া স্মৃতি গুলো জোড়া দেবার
ইচ্ছা করে তার, তবুও
পারেনা কিছুতেই... সাধের
ঘুড়িটা তো আজ সুতা ছিঁড়ে বহুদুরে, কার
... আকাশে উড়ছে আজ, জানা হয়না তার...
তবুও সেই পূব আকাশে অপলক
তাকিয়ে থাকা, সারা দিন সারা রাত...
হয়তও দেখতে পাবে কখনো... হউক
না দূরে, দুরের আকাশ...
সপ্নের ঘুড়িটা তো সুতা ছিড়ে গেলো,
তবুও নতুন ঘুড়িতে স্বপ্ন দেখার
ইচ্ছা করে না তার, নিজের
স্বপ্নচারী মনটাই তো নেই আজ ,
উড়ে গেছে তো সেই ঘুড়ির
সাথেই...স্বপ্নের রাজকুমারীর সাথে...
তবে কি এখানেই মৃত্যু হবে তার সহস্র
স্বপ্নের, স্বপ্নচারী মনের... ??
না তা হবে কেন ?
স্বপ্নেরা তো মরে না কখনই, নিস্প্রান
হয়ে ঘুমাবেই বা কেন...
হ্যাঁ, সে ও ঘুমাবে না,
জেগে থাকবে চিরকাল... অনন্তকাল...
হয়ত এভাবেই একদিন
হারিয়ে যাবে মহাকালের গর্ভে...
আরো দেখুন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন