আজ অনেক দিন পরে তোমাকে দেখলাম, সত্যিই তোমাকে দেখে আমার মনটা খুব ভালো হয়ে গেল, তুমি যেমন ছিলে, তেমন’ই আছো, এতোটুকুও বদলাওনি …..তুমি আমার থেকে অনেক দূরে চলে গেলেও আজ্ এখন তুমি আমার চোখের সামনে দাডিয়ে আছো, ইচছা করলেই আমি তোমাকে ছুঁয়ে দেখতে পারি কিন্তু আমি তোমাকে ছুঁবো না, কারন তোমাকে ছুঁয়ে দেখলেই যদি তুমি আবার দূরে চলে যাও, তুমি সপ্নের মাঝে এসে ছিলে সপ্নের মাঝেই থাকো, "আমার বুকেরই ভিতরে………"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন