এই ব্লগটি সন্ধান করুন

শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১২

অপূর্ণ ভালবাসা
_____________
 
♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥
? কখনো কি বলতে চেয়েও পারনি বলতে
ভালবাসি তোমায়
কখনো কি ধরতে চেয়েও পারনি ধরতে
আমার হাত
কখনো কি আমার চোখে চোখ রাখতে
চেয়েও পারনি রাখতে ?
...


♥ কখনো কি চেয়েছো সমুদ্র পাড়ে আমার পাশে
হাটতে
কখনো কি চেয়েছো আমায় তোমার পাশে
তুমি সাদা শাড়ি লাল পাড়ে আর আমি সাদা পাঞ্জাবিতে
কখনো কি চেয়েছো আমায় নিয়ে পাড়ি জমাতে
সুখ আর সপ্নের দেশে
কখনো কি চেয়েছো তোমার মনে আমাকে দিতে
স্থান
কখনো কি আমায় মনে পড়েছে
তোমার স্বপ্নের জালে
কখনো কি ব্যস্ততার মাঝে
অনুভব করেছ আমায়
কখনো কি চেয়েছো পরিয়ে দেই আমি তোমার হাতের আঙ্গুলে
কাঠের আংটি
কখনো কি চেয়েছো
আমি কিনে দেই তোমাকে লাল টিপ । ♥

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন