এই ব্লগটি সন্ধান করুন

রবিবার, ৯ সেপ্টেম্বর, ২০১২

হয়তো সে মেঘ ছিল,
তাইতো তাকে দেখে, ময়ূরের মত
নেচে উঠতো আমার মন ।
হয়তো সে মেঘ ছিল,
তাইতো দেহে, তার প্রথম বর্ষা
করলো সবুজ, আমার যৌবন ।
হয়তো সে মেঘ ছিল,
কারন সাথেই, এনেছিল সে ঝড়
যে ঝড়ে ছাড়তে হল, আমাকে আমার ঘর ।
সে মেঘ, পারিনি চিনতে, চরিত্রটা তার
আজ এখানে, কাল ওখানে
কখনো হয়না কারো একার ।
সে মেঘ, নিয়েছি চিনে, আজ আমি তারে
কারন আমার পাশের বাগানে
সে ঝরছে আজ অঝরে ।
পাশের বাগানে মেঘ ঝড়ে অঝরে
চোখের জল ঝরে অন্তর দুয়ারে
'''পেমের ফাদ পাতা ভূবনে ,
কখন কে ধরা পড়ে কে জানে ।|
সকল গরব হায় , নিমিষে টুটে যায় ,
সলিল বয়ে যায় নয়ানে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন