এই ব্লগটি সন্ধান করুন

মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর, ২০১২


কবে ফিরবে,
এসো শীঘ্রই,
পথ চেয়ে বসে আছি যে। মাঝে মাঝে তন্দ্রাগ্রস্ত হয়ে পড়ি। মাঝে মাঝে ঝিমুনী চলে আসে।। তখনই তোমাকে দেখতে পাই, তুমি যে তখন স্বপ্নিল জগতের কোন এক পদ্ম দীঘিতে চুপটি করে বসে আছো একা।।

আমি যতবার তোমাকে ছুঁয়ে দেখতে হাত বাড়াই, ততবার ঘুম ভেঙ্গে যায়।। মনে হয় এই শূন্যে আমি বড়ই অসহায়।।
...
ঘুম থেকে উঠে যখন চোখে পানির ঝাপটা দেই মনে হয় রক্তের অশ্রুজলে নিজেই নিজেকে ভিজিয়ে দিচ্ছি।। কত দুঃস্বপ্নের মাঝে একটা সুন্দর স্বপ্ন খুজঁতে গিয়ে পা পিছলে পড়ে যাই।। উঠার জন্যে হাত বাড়িয়ে দিয়েও হাত টা নামিয়ে ফেলি বার বার।।
কালো মেঘ ভাসে হয়ত আমার চোখের আড়ালে।। তাই বোধ হয় রক্তের কান্না হয়ে নেমে আসে আখিঁ দিয়ে আমার বারংবার।।
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন