এই ব্লগটি সন্ধান করুন

শুক্রবার, ১৫ জুন, ২০১২

খুব মনে চাইছে তোমায় দেখতে। আমি জানি না কেন ? কেন এত পাগল আমি তোমার জন্য ? কেন এত কষ্ট লাগে তোমার জন্য ? তোমাকে দেখলে আমার মন প্রাণ ভরে উঠে আনন্দে। এই যে এত আনন্দ লাগে তোমাকে দেখলে তা তুমি কি জানো না, বুঝতে পারো না ??? তুমি সব কিছু জেনেও কেন যে দূরে থাকো বুঝি না । তোমার চোখ এর দিকে তাকিয়ে যেন নিজেকে নতুন করে খুজে পেয়েছিলাম । তোমাকে আমি এর অনুভূতি বুঝাতে পারব না ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন