এই ব্লগটি সন্ধান করুন

রবিবার, ১৭ জুন, ২০১২

এসো,
তোমায় ভালোবাসার গল্প শোনাই
রাজা নেই, রাজ্য নেই রাজকন্যাও নেই
তবুও সে গল্পে প্রাচুর্য আছে
যুদ্ধ নেই মৃত্যু নেই
... কিন্তু
হেরে যাবার ভয় আছে
হারাবার ব্যাথা আছে
নিশেঃষ হবার ঝুঁকি আছে
তবে আনন্দ আছে
শেষ হবার আনন্দ
এক্কেবারে শেষ হবার আনন্দ
নিঃশেষ হবার আনন্দ
আত্মসমর্পনের উল্লাস আছে
নিজেকে সঁপে দিয়ে বিজয় কেতন ওড়ানোর নিয়ম এখানে

জানো কি?
এই গল্পে হয় দুজন ই জিতে
নয়তো দুজন ই হারে
দুজনই কাঁদে
আবার একই সাথে হাসে
একে অন্যকে বাঁচাতে চায়
আবার একে অন্যের বুকে মাথা রেকে মরতে চায়
এটাই ভালোবাসার গল্প
তুমি শুনবে?

হতে পারে
তুমি ভালোবাসোনি
ভালোবাসা পাওনি
ভালোবাসতে জানোনা
ভালোবাসাতে জানোনা
তবুও এ গল্প তোমার
কারন ভালোবাসায় কোন ব্যর্থতা নেই
হতাশা নেই
না-পাওয়া নেই

তুমি আবার আশায় বুক বেঁধো
ভালোবেসো ভালোবেসো
আরো দেখুন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন