একটি বছর আগেও এমনি এসেছিল বসন্ত
এবারও এল, আবারও আসবে, নেই যেন এর অন্ত।
তবু কে যেন আসছে না আর, বসে আছি আমি একা
চেয়ে থাকি দূরে রাতের আকাশে, যদি পাই তার দেখা !
কিছু না হারিয়েও সব হারানোর দুঃখটা বেশ মজার
... কেবলই খুঁজে বেড়াই আমি, পাইনা কিছু খোঁজার !
"বুঝলে কিছু ?" - শোনার জন্য মন হয়ে আছে হন্য
"বুঝেছি মিতু!" - তাই তো লিখছি কবিতা তোমার জন্য...আরো দেখুন
এবারও এল, আবারও আসবে, নেই যেন এর অন্ত।
তবু কে যেন আসছে না আর, বসে আছি আমি একা
চেয়ে থাকি দূরে রাতের আকাশে, যদি পাই তার দেখা !
কিছু না হারিয়েও সব হারানোর দুঃখটা বেশ মজার
... কেবলই খুঁজে বেড়াই আমি, পাইনা কিছু খোঁজার !
"বুঝলে কিছু ?" - শোনার জন্য মন হয়ে আছে হন্য
"বুঝেছি মিতু!" - তাই তো লিখছি কবিতা তোমার জন্য...আরো দেখুন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন