আমায় যদি দাওগো তুমি একটি কদম ফুল
আমায় যদি দাওগো তুমি
একটি কদম ফুল
কথা দিলেম শুধরে নেবো
... জীবনের সব ভুল
মেঘ-বালিকা হয়ে না হয়
একটু বৃষ্টি দাও
আমার ওপর একটু তোমার
মৃদু দৃষ্টি দাও
এই বর্ষাতে আমার হাতে
কদম তুলে দিলে
বুঝে নিবো আমায় তুমি
ভালোবেসেছিলে.......আরো দেখুন
আমায় যদি দাওগো তুমি
একটি কদম ফুল
কথা দিলেম শুধরে নেবো
... জীবনের সব ভুল
মেঘ-বালিকা হয়ে না হয়
একটু বৃষ্টি দাও
আমার ওপর একটু তোমার
মৃদু দৃষ্টি দাও
এই বর্ষাতে আমার হাতে
কদম তুলে দিলে
বুঝে নিবো আমায় তুমি
ভালোবেসেছিলে.......আরো দেখুন

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন