এই ব্লগটি সন্ধান করুন

শুক্রবার, ১৫ জুন, ২০১২

অবহেলা একটি সাধারন শব্দ,
কোন যুক্ত বর্ণ নেই, নেই কোন ঘোরানা পেচানো বর্ণ।
কিন্ত এই অবহেলা যে মানুষের জন্য বিধাতা বরাদ্দ করে দেন,
সেই মানুষ ঠিক এতো সহজে এই শব্দটিকে পুঁজি করে জীবনের বেঁচে থাকাটিকে উপভোগ করতে পারে না।

... ... এই আমি বারবার নিজেকে অবহেলিত হতে দেখেছি।
বার বার নিজেকে কুড়ীয়ে পেয়েছি আস্তা কুড়ে,
তবুও মেনে নিতে চেয়েছি,
ভেবেছি, একদিন হয়তো নিজেকে দাঁড় করাতে পারবো নিজের মতো করে।

বিধাতা হয়তো আমার এই ভাবনাকে পুঁজি করে আড়ালে হেসেছিলেন, বড় নিষ্ঠুর হাসি।

অবহেলিত হতে হতে একসময় সহনীয় হয়ে যাওয়ার কথা হয়তো হয়েও গিয়েছিলো।
কিন্তু আজ এই পরন্ত বেলায় জীবনের সঞ্চয় খুঁজতে গিয়ে
নিজেকে নিঃশ্ব হাতে অবিষ্কারের কষ্ট আমাকে দুমরে ফেলে নতুন অবহেলায়...
আরো দেখুন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন