দিবা নিশি যদি ভুল হয়
কষ্ট দিয়ে হৃদয় পুড়ে
আরো কিছু ব্যাথার শ্রাবণ এখনি দাও
খেয়ালী মনে ভেবে নেয় ভালবাসার দামে।
... চোখের ফাকে নীরবে একাই শুধু
আকাশের বুকে স্বপ্নের রং মেখে
আমার স্বপ্ন শুধু তোমার ভালবাসায়
চোখের জলে নিজেই সাজাবে একদিন
আশার আলো আসবে উড়ে সব হারিয়ে।
জানি না, নিরবে নির্জনেতে ভাববে কি না?
জ্বলতেও পারো তুষের অনলের মতো স্বপ্ন ভেঙ্গে
ক্লান্ত হয়ে পাগল বেশে বট বৃক্ষের সঙ্গী হয়ে
না হয় সঙ্গী করে নতুন স্বপ্ন নিয়ে প্রজাপতি হয়ে
আকাশ সমান ভালবাসার ঠিকানায়।
আজ এ ভালোবাসা তোমার চোখের জলে ব্যাথার শ্রাবণ
নিজের মাঝে হারিয়ে খুজি মন পুড়ানো ব্যাথা
একাই নও তুমি আধার ঘরে আমিও আজ জ্বলি
সঙ্গী করে নাও আমায়, আমার স্রোতে ভাসিয়ে দেব তোমার ক্ষত চিহ্ন যত।আরো দেখুন
কষ্ট দিয়ে হৃদয় পুড়ে
আরো কিছু ব্যাথার শ্রাবণ এখনি দাও
খেয়ালী মনে ভেবে নেয় ভালবাসার দামে।
... চোখের ফাকে নীরবে একাই শুধু
আকাশের বুকে স্বপ্নের রং মেখে
আমার স্বপ্ন শুধু তোমার ভালবাসায়
চোখের জলে নিজেই সাজাবে একদিন
আশার আলো আসবে উড়ে সব হারিয়ে।
জানি না, নিরবে নির্জনেতে ভাববে কি না?
জ্বলতেও পারো তুষের অনলের মতো স্বপ্ন ভেঙ্গে
ক্লান্ত হয়ে পাগল বেশে বট বৃক্ষের সঙ্গী হয়ে
না হয় সঙ্গী করে নতুন স্বপ্ন নিয়ে প্রজাপতি হয়ে
আকাশ সমান ভালবাসার ঠিকানায়।
আজ এ ভালোবাসা তোমার চোখের জলে ব্যাথার শ্রাবণ
নিজের মাঝে হারিয়ে খুজি মন পুড়ানো ব্যাথা
একাই নও তুমি আধার ঘরে আমিও আজ জ্বলি
সঙ্গী করে নাও আমায়, আমার স্রোতে ভাসিয়ে দেব তোমার ক্ষত চিহ্ন যত।আরো দেখুন

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন