এই ব্লগটি সন্ধান করুন

রবিবার, ১৭ জুন, ২০১২

আমার ব্যর্থতা


যদি আজ তুমি শুধু আমায় ঘৃনা করো
যদি আজ তুমি শুধু আমায় ভুল বোঝো
... যদি তুমি আজ আমায় ভুলে গিয়ে থাকো
যদি আজ তোমার হৃদয়ের কোনো অংশে আমি না থাকি
যদি আজ তোমার কোনদিন আমার কথা মনে না পড়ে
এই আমার ব্যর্থতা
এই আমার ভালবাসার ব্যর্থতা
আমাকে মনে রাখার মতো
আমাকে দুরে থেকেও ভালবাসার মতো
কিছু দিতে না পারার মতো
এই ব্যর্থতা আমার

বেলা বয়ে যায় আপন কাজে
কেন বাঁচিয়ে রেখেছিস জীবন আমাকে এভাবে..
তোর আর কি চাই আমার কাছে...
আরো দেখুন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন