এলোমেলো পথে আমি
গেছি হেঁটে দিন রাত,
ভালবাসার কথা বলে
কেউ বাড়ায়নি হাত।
... স্বপ্নগুলো ঝরে গেছে
ঝড়ো হাওয়ার তালে,
উজান টানে ঢেউ লাগেনি
দিক হারানো পালে।
চেনা স্বজন পাল্টে গেল
অবিশ্বাসের ছায়ায়,
তবু আমার ভোর হয়েছে
পিঁছু টানের মায়ায়।
এখন আমি ভীষণ একা
হাতটি বাড়াও যদি,
এক নিমিষে পাড়ি দিবো
নীল কষ্টের নদী।আরো দেখুন
গেছি হেঁটে দিন রাত,
ভালবাসার কথা বলে
কেউ বাড়ায়নি হাত।
... স্বপ্নগুলো ঝরে গেছে
ঝড়ো হাওয়ার তালে,
উজান টানে ঢেউ লাগেনি
দিক হারানো পালে।
চেনা স্বজন পাল্টে গেল
অবিশ্বাসের ছায়ায়,
তবু আমার ভোর হয়েছে
পিঁছু টানের মায়ায়।
এখন আমি ভীষণ একা
হাতটি বাড়াও যদি,
এক নিমিষে পাড়ি দিবো
নীল কষ্টের নদী।আরো দেখুন

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন