এই ব্লগটি সন্ধান করুন

মঙ্গলবার, ১২ জুন, ২০১২

 
 
জানি তোমার আকাশে উড়েনা আমার ঘুড়ি
তবু উড়াই আমি কত রঙের ঘুড়ি ,
জানি আমার জন্যে কাঁদেনা তোমার হৃদয়
তবু তোমার জন্যে কত আবেগ আমার ।
জানি চোখের ভাষা পড়তে জানো না তুমি
... তবু সেই চোখটাই তোমায় বেশি খুঁজেফেরে,
জানি তোমার মাঝেই আমার পৃথিবী
তবু সেই পৃথিবীটাই আমার হলোনা বুঝি ।
জানি আমার জন্যে কাঁদোনা তুমি
তবু কোন অভিযোগ নাই তোমার প্রতি ,
জানি আমার জন্যে কোন ভালোবাসা নেই তোমার
তবু তোমার প্রতি ভালোবাসা থাকবে আমার
জানি আমার জন্যে তোমার মন খারাপ হয় না একটুখানি
তবু তাতে আমি কষ্ট পাই না এতটুকুখানি ,
জানি আমার জন্যে শূন্য তোমার ভালোবাসা
তবু সেই শূন্যের পিছেই আমার ছুটেচলা
আরো দেখুন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন