এই ব্লগটি সন্ধান করুন

রবিবার, ১৭ জুন, ২০১২

আমার আমি সত্যিই কি,
পেয়েছি আমায় খুজে,
হাজার রণে ভঙ্গ দিয়ে,
থাকি দু'চোখ বুজে।

... রোজ প্রভাতের নতুন আলোয়,
মেলে দু'টো আখি,
স্বপ্নে বোনা জগতটাকে,
বাস্তবতায় দেখি।

তখন আমার ঠিক মনে হয়,
এই আমিতো আমার নয়।
আমার আমি কই হারিয়ে,
কোথায় আমার নিত্য ক্ষয়।

অস্তাচলের আড়াল রেখায়,
সব আলোতে ক্লান্তি মাখা.
আমার আমি আমার মাঝে,
আকঁছে কি রোজ সরল রেখা।

আধার ঘেরা গভীর রাতের,
আধঘুমো এ নগর জুড়ে।
আমার আমি আমার খোজে,
পথিক হয়ে পথ ঘুড়ে।

ছক বাধাঁ এই নিছক খেলায়,
খেলছি নাকি খেলনা আমি।
তাও বুঝিনা হারিয়ে যাওয়া
আমার মাঝে আমার আমি
আরো দেখুন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন