এই ব্লগটি সন্ধান করুন

শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১২

বিবর্ণ রাত
=====
 
হয়েছি আমি অসহাই
হয়েছি আমি দিশেহারা
শূন্যতাই ডুবে আছি একলা
ফিরতে পারবো না জানি বিবর্ণ এই রাত থেকে,
হারিয়েছি যে আজ এক অপ্সরীকে
জীবনের অন্তহীন পথে হেতে চলেছি যে একলা
সাথে নিতে পারিনি তাকে,তাইত চলছি আজও একলা
...


বেসেছি ভাল হারিয়েছি মন
তবুও পেলাম না আজও তার মন
হারিয়ে যাবো আমি
হারিয়ে যাবে সে
তবুও হারিয়ে যাবে না এই প্রেম


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন