এই ব্লগটি সন্ধান করুন

সোমবার, ১০ সেপ্টেম্বর, ২০১২


থেকেউ নেই কোনকিছু
এম আরিফুল ইসলাম আকাশ


মন আছে , বুঝবার কেউ নাই
...
ভাষা আছে , বলবার কেউ নাই

ভালোবাসা আছে, দেবার কেউ নাই
প্রেম আছে , নেবার কেউ নাই,
অনুভুতি আছে , অনুভব করবার কেউ নাই
অভিমান আছে , ভাঙ্গাবার কেউ নাই
রাগ আছে, সহ্য করবার কেউ নাই
ভাবনা আছে , শুণবার কেই নাই
আবেগ আছে , শোনাবার কেউ নাই
দু:খ আছে , শেয়ার করবার কেউ নাই
আনন্দ আছে , দেখানোর কেউ নাই
হাসি আছে , হাসানোর কেউ নাই
উচ্ছাস আছে, উচ্ছাসিত করবার কেউ নাই
চোখ আছে , মন ভরে দেখবো কেউ নাই
হৃদয় আছে , রাণী হবার কেউ নাই
সব থেকেউ আমার আমিই নাই।
আরো দেখুন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন