আজো চেয়ে আছি সেই পথে, তোমারি প্রতীক্ষায় ।
সাদা কালোর মাঝে, রঙ্গিন আমার মন, আমি
আর রঙ্গিন তোমার মিথ্যে ভালোবাসায়,
আসবে জানি ফিরে তাইতো আজো আছি,
তোমারি অপেক্ষায় .........
সাদা কালোর মাঝে, রঙ্গিন আমার মন, আমি
আর রঙ্গিন তোমার মিথ্যে ভালোবাসায়,
আসবে জানি ফিরে তাইতো আজো আছি,
তোমারি অপেক্ষায় .........

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন