এই ব্লগটি সন্ধান করুন

শনিবার, ৮ সেপ্টেম্বর, ২০১২


এভাবে কেন কেটে গেলো ?
কেন এভাবে ফোনটা কেটে গেলো ?

ব্যাল্যান্স শেষ হওয়ার কি আর সময় পেলো না ?

...
আমার আজ খুব বেশি কথা বলতে ইচ্ছে করছে
খুব বেশি

আসলে কথা বলতে না , কথা শুনতে ইচ্ছে করছে ।
তোমার কথার মাঝে হারাতে ইচ্ছে করছে ।

তুমি যখন আমাকে রাগাও, আবার একটু পর বল ' রাগ করেছ ?
রাগ করার জন্যই বলেছি '
তখন আমার খুব ভালো লাগে । জানো সেটা ?

আবার যখন আমি হাসি , তখন তুমি চুপ করে থাকো, সেটাও ভালো লাগে ।
মাঝে মাঝে আমাকে বিভ্রান্ত করো । ভয় দ্যাখাও, এরপর বল, ' কি ভয় পেয়েছ ? '' সেটাও ভালো লাগে ।
আসলে তোমার সব কিছুই ভালো লাগে । কেন বল তো ?

তুমি জানো, আমি সারাক্ষণ তোমাকে নিয়েই ভাবি ।
কারণ অকারণে আমার মনে ঘুরে বেড়াও তুমি ।

তোমার সাথে যখন কথা বলি, তখন আমার তোমাকে ছুঁয়ে দেখতে ইচ্ছে করে

তোমার চুলে হাত বুলাতে ইচ্ছে করে

আচ্ছা । বলতে পারো আমার এমন ইচ্ছে কেন হয় ?

কেউ কি বলতে পারো আমার এমন ইচ্ছে কেন হয়? ? ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন