এই ব্লগটি সন্ধান করুন

শুক্রবার, ১৪ সেপ্টেম্বর, ২০১২


তুমি এতটুকুও বুঝবেও
না তখন,
যেদিন বুঝবে সেদিন
ভাববে কেবলই,

হারিয়েছো কাউকে,
...
যে তোমাকে, তোমার
থেকেও
বেশি ভালোবেসে ছিলো।।
হয়তো কেউ
ভাবছে আমায় নিয়ে,
নয়তো কেউ ই
ভাবছে না, সবই আমার
মনের
তৈরি সাজানো স্বপ্ন।।


 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন