এই ব্লগটি সন্ধান করুন

শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১২



যেদিন তোমার সাথে আমার প্রথম
দেখা হয়েছিল তখন বলেছিলাম----

যখন আমার সাথে তোমার ♥
হল তখনও বলেছিলাম----

যখন তোমার সাথে আমার গভীর প্রেম ছিল
তখনও বলেছিলাম----

যখন তোমার দেয়া কষ্টে খুব
কেঁদেছি তখনও বলেছিলাম----

যখন বলেছিলে আমাকে ছেড়ে চলে যাবে
তখনও বলেছিলাম----

আজ এখন তুমি আমাকে ছেড়ে অনেক
দূরে তখনও বলছি----

আমি তোমাকে অনেক অনেক ♥
ভালবাসি.....

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন