এই ব্লগটি সন্ধান করুন

বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১২


সারা টা বিকেল নিঃশব্দে কেদেঁছি, আকাশের দিকে তাকিয়ে বৃষ্টি চেয়েছি,
সন্ধ্যার গোধূলিকে তার কাছে থেকেঅনুভব করেছি, মনের অসহ্য কষ্টগুলোকে পড়ন্ত অশ্রুর মাঝে রেখেছি,
অসংখ্যবার খোদার কাছে একই ইচ্ছে জানিয়েছি,
একটি প্রার্থনা
অসংখ্য বাধাঁর মাঝেও,
...
একটি অনুরোধ
তার কাছে,
ভালোবাসায় সিক্ত মানুষটি যেন সবসময় ভালো থাকে, খোদা যেন নিজের কাছে তাকে আগলে রাখেন তার রহমতের ছায়ায়।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন